হোম > রাজনীতি

প্রতিটি কেন্দ্রে ভোটার নয়, ৪ পা ওয়ালা জন্তু ঘুরবে: মিনু 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘এই নির্বাচন দেশবাসী মানে না। বিশ্ববাসীও এই প্রহসনের নির্বাচন বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটার নয়, চার পা ওয়ালা জন্তু ঘুরবে। আমরা এই সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকব।’ 

আসন্ন নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের আহ্বানে আজ শনিবার সকালে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির আগে রাজশাহী নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন মিজানুর রহমান মিনু। 

প্রধান অতিথির বক্তব্যে মিনু বলেন, ‘এই সরকারের সময় শেষ। যেকোনো সময়ে ঢলে পড়বে। কারণ, এই বিনা ভোটের সরকারের পায়ের তলায় এখন আর কোনো মাটি নেই।’ 

মিজানুর রহমান মিনু আরও বলেন, ‘পৃথিবীর ইতিহাসে ডামি নির্বাচন কোনো দিন হয়নি। এই নির্বাচন করতে গিয়ে সরকার বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। বাস, ট্রাক ও ট্রেনে নিজেরাই আগুন দিয়ে বিএনপি ও সমমনা দলগুলোর ওপরে দোষ চাপাচ্ছে। রাজশাহীতে এ পর্যন্ত প্রায় আড়াই হাজার নেতা-কর্মীকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে এই সরকারের আজ্ঞাবহ আইনশৃঙ্খলা বাহিনী।’ 

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির সদস্য সাবেক এমপি জাহান পান্না, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান প্রমুখ। 

আলোচনা শেষে নগরীর সাহেববাজার এলাকায় লিফলেট বিতরণ করেন মিজানুর রহমান মিনু।

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ

পাক বাহিনীর হয়ে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে কারা তুলে নিয়ে গিয়েছিল, ভালো করেই জানি: মির্জা ফখরুল

শহীদ বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা নয়, ভারতীয়রাই হত্যা করেছিল: গোলাম পরওয়ার

বিজয় দিবসে বিএনপির দুই দিনের কর্মসূচি

স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে নতুন দেশ গড়ার ভাব দেখাচ্ছে: মির্জা ফখরুল

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই ‘টার্গেটেড কিলিং’: নাহিদ ইসলাম

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং: নাহিদ ইসলাম

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপি নেতা মোশাররফ

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা