আজমত উল্লা খান আজকের পত্রিকাকে বলেন, ‘উনি (শেখ হাসিনা) সংগঠনটা গোছাতে নির্দেশনা দিয়েছেন। সান্ত্বনা দিয়েছেন। তিনি আমাকে বলেছেন, দায়িত্বে আছো, দায়িত্ব নিয়ে কাজ করো। ভবিষ্যতের জন্য প্রস্তুত হও ৷ দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করাও।’
আজ রোববার গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সমাপ্ত সিটি নির্বাচনে পরাজিত প্রার্থী আজমত উল্লা খান দেখা করার পর এ কথা বলেন।
আজমত উল্লা খান বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বলেছেন তৃণমূলে যাও, সবার সঙ্গে কথাবার্তা বলো ৷ হার-জিত আছে।’
‘প্রধানমন্ত্রী আমাকে বলেছেন ভোটে ভালো লড়াই হয়েছে। বিরোধী সব তো এক হয়ে গেছে’, বলেন আজমত উল্লা।
নৌকার ব্যাজ পরে অনেকে দেয়াল ঘড়ির পক্ষে ভোট চেয়েছে, বিষয়টি দলীয় সভাপতি জানেন কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আজতম উল্লা খান বলেন, ‘প্রধানমন্ত্রীর কথা শুনে মনে হয়েছে তিনি বিষয়টি জানেন। তিনি বলেছেন, দলের মধ্যে সবাই ছিল না। দলের মধ্যে সবার ঐক্য ছিল না। মনেপ্রাণে সবাই কাজ করে নাই। আমি দেখতেছি বিষয়টা। এসব বিষয় নিয়ে দলীয় সভাপতি গাজীপুর সিটি নির্বাচনের আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন সম্ভবত।’
আজমত উল্লা বলেন, ‘দেশের রাজনীতি নিয়ে দলীয় সভাপতি বলেছেন, চারদিকে তো ষড়যন্ত্র হবে, আছে। এগুলো প্রতিহত করার একমাত্র উপায় হলো দলকে সুসংগঠিত করা।’