রেশম পোকার জীবনচক্রের সঙ্গে তুঁত গাছ ওতপ্রোতভাবে জড়িত। তুঁতের পাতা, গাছ ও ফলে রয়েছে ঔষধি গুণ। গাছে গাছে ঝুলছে পাকা তুঁত ফল। রেশম বোর্ড অফিস, রাজশাহী, ১৬ মার্চ, ২০২৪। ছবি: মিলন শেখ
চলছে রমজান মাস। ইফতারি সামগ্রী হিসেবে বিভিন্ন ফলের চাহিদা বেশ। বাজারে ফলের সরবরাহ ভালো থাকলেও দাম অধিকাংশ ক্রেতার নাগালের বাইরে। দোকানে সাজিয়ে রাখা বিভিন্ন ফল দেখছেন ক্রেতারা। পাটকেলঘাটা বাজারে, সাতক্ষীরা, ১৬ মার্চ, ২০২৪। ছবি: মুজিবুর রহমান