ষড়ঋতুর হিসেবে কার্তিক ও অগ্রহায়ণ এ দুই মাস হেমন্ত। হেমন্ত মানেই শীতের পূর্বাভাস। দুর্বা ঘাসের ডগায় মুক্তোর দানার মতো চিকচিক করা শিশিরকণা দেখে মনে হতে পারে এই বুঝি শীত এল। ছবিটি মানিকগঞ্জ জেলার ঘিওরের বানিয়াজুরী এলাকা থেকে তোলা। ২০ অক্টোবর ২০২৩। ছবি: আব্দুর রাজ্জাক