হোম > ছবি

ছবিতে লিচুর গল্প

হাটে লিচু বিক্রি করতে এসেছেন চাষিরা। বিক্রির জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন লিচুর ডালি নিয়ে। ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া হাটে।

এবার লিচুর ফলন বিপর্যয় ঘটেছে উত্তরের জেলা পাবনায়। প্রাকৃতিক কারণে মুকুলের পরিবর্তে এসেছিল কচি পাতা। তাই এবার লিচুর ফলন গড়ে চার ভাগের এক ভাগ হয়েছে। তবে যেটুকু ফলন এসেছে, তাতে দাম ভালো পাচ্ছেন চাষিরা। পাইকারি হাটে এবার লিচুর দামও দ্বিগুণ। পাবনার ঈশ্বরদীর বিভিন্ন লিচুবাগান ও হাট ঘুরে সেই লিচুর গল্প জানাচ্ছেন পাবনা প্রতিনিধি শাহীন রহমান। ছবিগুলো বুধবার (২৮ মে) পাবনার ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা গ্রাম ও আওতাপাড়া হাট থেকে তোলা।

কেনার পর লিচুর ডালি মাথায় করে আড়তে নিয়ে যান পাইকারদের শ্রমিকেরা। ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া হাটে।
কেনার পর লিচুর ডালি মাথায় করে আড়তে নিয়ে যান পাইকারদের শ্রমিকেরা। ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া হাটে।
ক্রেতা-বিক্রেতাদের হাঁক-ডাকে মুখর উত্তরাঞ্চলের সবচেয়ে বড় পাইকারি লিচুর হাট। ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া হাটে।
হাটে লিচু বিক্রি করতে এসেছেন চাষিরা। বিক্রির জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন লিচুর ডালি নিয়ে। ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া হাটে।
লিচু কেনা ও বাঁধাই করার পর গাড়িতে করে চলে যায় দেশের বিভিন্ন এলাকায়।
হাটে লিচু বিক্রি করতে এসেছেন লিচুচাষিরা। বিক্রির জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন লিচুর ডালি নিয়ে। ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া হাটে।
হাটে লিচু বিক্রি করতে এসেছেন লিচুচাষিরা। বিক্রির জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন লিচুর ডালি নিয়ে। ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া হাটে।
হাটে লিচু বিক্রি করতে এসেছেন লিচুচাষিরা। বিক্রির জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন লিচুর ডালি নিয়ে। ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া হাটে।
হাটে লিচু বিক্রি করতে এসেছেন লিচুচাষিরা। বিক্রির জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন লিচুর ডালি নিয়ে। ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া হাটে।
পাবনা জেলায় এবার গড়ে লিচুর ফলন হয়েছে মাত্র চার ভাগের এক ভাগ। অর্থাৎ, তিন ভাগই এবার লিচুশূন্য। যেটুকু ফলন এসেছে, তাতে খুশি নন চাষিরা। গাছে ঝুলছে সেই লিচু। ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা গ্রামে।
গাছ থেকে লিচু ভাঙার পর বাগানে বসে সেই লিচু বাছাই করছেন নারীরা। এ কাজ করে কিছু পারিশ্রমিক পান তারা। ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা গ্রামে।
লিচু কেনার পর আড়তে নিয়ে ডালিতে সুন্দর করে সাজিয়ে বাধাই করেন পাইকারদের শ্রমিকেরা। ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া হাটে।
লিচু আড়তে নিয়ে ডালিতে সুন্দর করে সাজিয়ে রেখেছেন পাইকার ও চাষিরা। ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া হাটে।

দিনের ছবি (১১ জানুয়ারি, ২০২৬)

দিনের ছবি (১০ জানুয়ারি, ২০২৬)

দিনের ছবি (৯ জানুয়ারি, ২০২৬)

দিনের ছবি (৮ জানুয়ারি, ২০২৬)

দিনের ছবি (৭ জানুয়ারি, ২০২৬)

দিনের ছবি (৬ জানুয়ারি, ২০২৬)

দিনের ছবি (৫ জানুয়ারি, ২০২৬)

দিনের ছবি (৪ জানুয়ারি, ২০২৬)

দিনের ছবি (৩ জানুয়ারি, ২০২৬)

দিনের ছবি (২ জানুয়ারি , ২০২৬)