হোম > ছবি

ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের রোমাঞ্চকর জয়ের গল্প

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর চ্যাম্পিয়নস ট্রফিতেও ইংল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান। লাহোরে গতকাল ৮ রানের রুদ্ধশ্বাস জয়ের পর উল্লাসে ফেটে পড়েন আফগান ক্রিকেটাররা। চ্যাম্পিয়নস ট্রফিতে এটাই আফগানদের প্রথম জয়। ছবি: এএফপি

আইসিসি ইভেন্টে এখন নিয়মিতই রূপকথার গল্প লিখছে আফগানিস্তান। ‘জায়ান্ট কিলার’ তকমাটা যে তাদের সঙ্গেই মানানসই। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে হাশমাতুল্লাহ শাহীদির নেতৃত্বাধীন আফগানিস্তান। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়েছে আফগানরা। চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম জয়ের পর দেখা গেছে আফগানদের বাধভাঙা উচ্ছ্বাস। বোলিংয়ে শুরুটা ভালো হলেও সেটা কিউইদের কোনো বিপদে ফেলতে পারেনি। চলুন ছবিতে ছবিতে দেখে নেই আফগানিস্তান-ইংল্যান্ড ‘হাইস্কোরিং থ্রিলারে’ কী কী ঘটেছে।

ইংল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকেছেন আজমতউল্লাহ ওমরজাই। ৯.৫ ওভারে ৫৮ রানে নিয়েছেন ৫ উইকেট। ম্যাচ শেষে সতীর্থের কাঁধে চড়ে ঘুরেছেন আফগান এই অলরাউন্ডার। ছবি: এএফপি
মাঠে হুট করে ভক্ত-সমর্থকদের ঢুকে পড়ার ঘটনা এখন খুবই পরিচিত। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচ শেষে নিরাপত্তাকর্মীদের কাছে হাতেনাতে ধরা পড়েন এক ভক্ত। ছবি: এএফপি
৩২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড জয়ের আশা দেখছিল জো রুটের সেঞ্চুরি। তবে তাঁর আউটের পরই ম্যাচ ঘুরে যায় আফগানিস্তানের দিকে। রুটের ১১১ বলে ১২০ রানের ইনিংস শেষ পর্যন্ত ভেস্তে গেছে। ছবি: এএফপি
বৈশ্বিক ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে আফগানিস্তানে ক্রিকেট উন্মাদনা বাড়ছে। আফগানিস্তানের জালালাবাদে ভক্ত-সমর্থকেরা দেখছেন চ্যাম্পিয়নস ট্রফির আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচ। ছবি: এএফপি
১৪৪ বলে ১২ চার ও ৬ ছক্কায় ১৭৭ রান করেছেন ইব্রাহিম জাদরান। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে তাঁর ইনিংসটাই ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। ইংল্যান্ডের আদিল রশিদের ক্যাচ ধরে তিনিই (ইব্রাহিম) আফগানদের জয়ের আনন্দে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন ইব্রাহিম। ছবি: এএফপি

দিনের ছবি (০৪ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (০৩ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (০২ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (০১ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (৩০ নভেম্বর, ২০২৫)

বাউত উৎসব

দিনের ছবি (২৯ নভেম্বর, ২০২৫)

দিনের ছবি (২৮ নভেম্বর, ২০২৫)

দিনের ছবি (২৭ নভেম্বর, ২০২৫)

দিনের ছবি (২৬ নভেম্বর, ২০২৫)