হোম > ছবি

দিনের ছবি (১৮ নভেম্বর ২০২৪)

কুয়াশা ভরা সকাল জানান দিচ্ছে শীতের। হালকা কুয়াশায় ‘এক পায়ে’ দাঁড়িয়ে থাকা তাল গাছগুলো সুন্দর এক দৃশ্যের জন্ম দিয়েছে। পবা উপজেলা হরিপুর ইউনিয়নের ভেলার বিল থেকে তোলা, রাজশাহী, ১৮ নভেম্বর ২০২৪। ছবি: মিলন শেখ
কুয়াশা মাখা সকাল জানান দিচ্ছে শীতের। এদিকে কুয়াশা ভেদ করে উঁকি দিচ্ছে সূর্য। সকালেই আড়িয়াল খাঁ নদে নৌকায় মাছ শিকারে নেমে পড়েছেন জেলেরা। রায়পুরার আড়িয়াল খাঁ নদের মরজাল এলাকা, নরসিংদী, ১৮ নভেম্বর ২০২৪। ছবি: হারুনূর রশিদ
কুয়াশা মাখা সকাল জানান দিচ্ছে শীতের। এদিকে কুয়াশা ভেদ করে উঁকি দিচ্ছে সূর্য। রায়পুরার আড়িয়াল খাঁ নদের মরজাল এলাকা, নরসিংদী, ১৮ নভেম্বর ২০২৪। ছবি: হারুনূর রশিদ
বরেন্দ্র অঞ্চলে বর্ষা পানি এখনো জমে আছে বিলে। সেই বিল থেকে দুই সাঁওতাল নারী শামুক ও কাঁকড়া ধরে হাঁড়ির মধ্যে রাখছেন। পবা উপজেলার হরিপুর ইউনিয়নের একটি বিল থেকে তোলা, রাজশাহী, ১৮ নভেম্বর ২০২৪। ছবি: মিলন শেখ
বরেন্দ্র অঞ্চলে এখনো পানি জমে আছে বিলে। সেই বিল থেকে দুই সাঁওতাল নারী শামুক ও কাঁকড়া ধরছেন। পবা উপজেলার হরিপুর ইউনিয়নের একটি বিল থেকে তোলা, রাজশাহী, ১৮ নভেম্বর ২০২৪। ছবি: মিলন শেখ
পাম্পাস ঘাস বাড়ির সাজসজ্জায় ব্যবহৃত হয়। নগরীর আলুপট্টি এলাকা পদ্মা নদীর ধারে থেকে তোলা, রাজশাহী, ১৮ নভেম্বর ২০২৪। ছবি: মিলন শেখ
পানের সাজিয়ে রাখা গাইল (গাদি) খুলে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছেন স্থানীয় এক পাইকার। রায়পুরার পৌর বাজার এলাকা থেকে তোলা, নরসিংদী, ১৮ নভেম্বর ২০২৪। ছবি: হারুনূর রশিদ

দিনের ছবি (১১ জানুয়ারি, ২০২৬)

দিনের ছবি (১০ জানুয়ারি, ২০২৬)

দিনের ছবি (৯ জানুয়ারি, ২০২৬)

দিনের ছবি (৮ জানুয়ারি, ২০২৬)

দিনের ছবি (৭ জানুয়ারি, ২০২৬)

দিনের ছবি (৬ জানুয়ারি, ২০২৬)

দিনের ছবি (৫ জানুয়ারি, ২০২৬)

দিনের ছবি (৪ জানুয়ারি, ২০২৬)

দিনের ছবি (৩ জানুয়ারি, ২০২৬)

দিনের ছবি (২ জানুয়ারি , ২০২৬)