আষাঢ়ের ফুল কদম। কিন্তু ভাদ্রেও দেখা মেলে কালেভদ্রে। ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া গ্রামের ‘প্রাকৃতিক কৃষি কেন্দ্র’, মানিকগঞ্জ, ৪ সেপ্টেম্বর। ছবি: আব্দুর রাজ্জাক
একটি সেতুর রেলিংয়ে পাট শুকোনোয় ব্যস্ত কৃষকেরা। সোনালি আঁশ সংগ্রহ করতে কৃষককে অক্লান্ত পরিশ্রম করতে হয়। পুকুরে বা ডোবাতে জাগ দেওয়া পাট থেকে আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে তবেই শুকানো হয়। সাটুরিয়া-গোলড়া সড়কের সাটুরিয়া বাসস্ট্যান্ডের কাছের সেতু, মানিকগঞ্জ, ৪ সেপ্টেম্বর। ছবি: আব্দুর রাজ্জাক
বাঁধাকপির খেত পরিচর্যা করছেন এক কৃষক। পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের ডেংরহাট গ্রাম, রাজশাহী, ৪ সেপ্টেম্বর। ছবি: মিলন শেখ