ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ—আইসিসির এই দুই ইভেন্ট আগে খেললেও চ্যাম্পিয়নস ট্রফিতে এবারই প্রথম খেলছে আফগানিস্তান। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে গত রাতে আফগানদের অভিষেকটা হয়েছে ভুলে যাওয়ার মতোই। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে দক্ষিণ আফ্রিকা করেছে ৬ উইকেটে ৩১৫ রান। ৩১৬ রানের পাহাড়সমান লক্ষ্যে নামা আফগানরা গুটিয়ে গেছে ২০৮ রানে। তখনো বাকি ছিল ৩৯ বল। চলুন ছবিতে ছবিতে দেখে নিই আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে যা যা ঘটেছে।