আগামীকাল ফাগুন আসবে ধরার বুকে। এতে দুই বান্ধবীর মন আজ বাঁধনহারা।
পয়লা ফাল্গুনকে কেন্দ্র করে হলুদ গাঁদার মালা তৈরি করছেন এক দোকানি।
ভালোবাসার হরেক রঙের গোলাপে ছেয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ।
ফুলের মুকুট পরে আছে ছোট এক শিশু।
বসন্তের আগমনে আজকেও মায়ের সঙ্গে শিশুরা ঘুরতে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
বসন্ত জাগ্রত দ্বারে। প্রিয় মানুষের জন্য ফুল কিনে নিয়ে যাচ্ছেন দুই বান্ধবী।
বসন্তের আগমনে একজন আরেকজনের খোঁপায় গেঁথে দিচ্ছেন ফুল।
দোকানে ঝুলছে ভালোবাসা দিবসের উপহার। হয়তো কোনো প্রেমিক পুরুষ কিনে নেবেন এই হৃদয়।
আগামীকাল ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসের হৃদয় বিক্রি করছেন এক হকার।
বসন্তে অনেকেই সাজবেন ফুলের মুকুট দিয়ে। বিক্রির জন্য দোকানে ঝুলছে হরেক রঙের ‘ফুলের মুকুট’।