হোম > ছবি

দিনের ছবি (২৪ মে,২০২৫)

গাছে ঝুলছে টসটসে পাকা খেজুর। এর মগডালে বসে আছে কম হুইসেলিং হাঁস, যা ভারতীয় হুইসেলিং হাঁস নামেও পরিচিত। ছবিটি রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের হাট রামচন্দ্রপুর বাজার এলাকা থেকে আজ সকালে তোলা। ছবি: মিলন শেখ।
সকালের নরম রোদে খেজুরগাছের মগডালে একা বসে আছে কম হুইসেলিং হাঁস। নিঃশব্দ গ্রামে তার উপস্থিতি যেন প্রকৃতির নিঃশব্দ সংগীত। রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের হাট রামচন্দ্রপুর বাজার এলাকা থেকে ছবিটি তোলেন মিলন শেখ।
চুপিচুপি শহরের প্রান্তে, মানুষের ব্যস্ততার আড়ালে নিজেকে মেলে ধরে কানশিরা। না কেউ চাষ করে, না কেউ যত্ন নেয়—তবু বাঁচে, ফুল ফোটে, রং ছড়ায়। যেন নিঃশব্দে বলে যায়—প্রকৃতি যতবার হার মানে, ততবার নতুন করে জিতে যায়। ছবিটি আজ সকালে তোলা, রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের আশরাফ মোড় এলাকা থেকে। ছবি: মিলন শেখ।
পথের ধারে বিরক্ত মাটিতে ফুল ফুটিয়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে কানশিরা। কমেলিনা বেনঘালেনসিস, যা বাংলায় কানশিরা নামে পরিচিত। এটি একটি বহুবর্ষজীবী ঔষধি গাছ। রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের আশরাফ মোড় এলাকা থেকে আজ সকালে তোলা। ছবি: মিলন শেখ।

দিনের ছবি (১৪ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (১৩ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (১২ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (১১ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (১০ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (০৯ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (০৮ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (০৭ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (০৬ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (০৪ ডিসেম্বর, ২০২৫)