চৈত্রের সকালে জমি চাষ করছেন কোমড়ে গামছা বাঁধা এক কৃষক। পাটকেলঘাটার রাজেন্দ্রপুর মাঠ থেকে তোলা, সাতক্ষীরা, ২৯ মার্চ, ২০২৪। ছবি: মুজিবুর রহমান
খেজুর গাছে ঝুলছে ফল। ঋতুচক্রে আবহাওয়া গরম অনুভূত হওয়া শুরু হয়েছে। হয়তো কয়েকদিনের মধ্যেই খেজুর ফলের পাক ধরবে। এই ফল খেতে সুমিষ্ট হওয়ায় গ্রামাঞ্চলে মানুষের মধ্যে চাহিদা রয়েছে। দেওপাড়া ইউনিয়নের রাজাবাড়ী এলাকা, গোদাগাড়ী, রাজশাহী, ২৯ মার্চ, ২০২৪। ছবি: মিলন শেখ
চৈত্রের সকালে লাঙল-জোয়াল কাঁধে নিয়ে মাঠে যাচ্ছেন এক কৃষক। আরেক কৃষক জমি চাষ করছেন। পাটকেলঘাটার রাজেন্দ্রপুর মাঠ থেকে তোলা, সাতক্ষীরা, ২৯ মার্চ, ২০২৪। ছবি: মুজিবুর রহমান
চরে বাদাম চাষ করেছেন চাষিরা। বাদাম গাছে আসতে শুরু করেছে ফুল। সবুজ গাছে হলদে রাঙা ফুল চরে শোভা বাড়িয়েছে। পৌর এলাকার কান্দাপাড়া, রায়পুরা, নরসিংদী, ২৯ মার্চ, ২০২৪। ছবি: হারুনূর রশিদ