জাট্রোফা পোডাগ্রিকা, যা ‘বুদ্ধ বেলি প্ল্যান্ট’ বা ‘কোরাল প্ল্যান্ট’ নামে পরিচিত। এই রসাল ভেষজ উদ্ভিদ ফোলা কাণ্ডের গোড়া (কডেক্স) ও প্রবাল-লাল ফুলের জন্য পরিচিত। সবুজ অংশটি উদ্ভিদের বিকাশমান ফল। উদ্ভিদের কিছু অংশ বিষাক্ত। রাজশাহী নগরীর সেখেরচক এলাকার একটি ছাদবাগান থেকে তোলা। ছবি: মিলন শেখ