গ্রীষ্মের রোদে ঝলমল করে ওঠা ডালের ফাঁকে ঝুলে আছে কাঁচা-পাকা আম। একটার গায়ে রোদ মেখে সোনালি ছোপ, আরেকটা সবুজের মায়ায় ঢাকা। শিশিরভেজা ভোর থেকে দুপুরের তপ্ত আলো পর্যন্ত তারা যেন মৌসুমের গল্প বলে। ছবি: মিলন শেখ
গাছের ডালে কাঁচা-পাকা আম দোল খাচ্ছে। মাটির ঘ্রাণ, পাখির ডাক আর বিকেলের রোদ মিলেমিশে যেন একটুখানি শান্তি বুনে দেয় চোখে। ছবিটি নগরীর মেহেরচণ্ডীর কড়ইতলা পশ্চিমপাড়ার একটি আমবাগান থেকে তোলা। ছবি: মিলন শেখ
বোরো মৌসুমে মাঠের সোনালি ফসল ঘরে তোলার ব্যস্ততা চলছে পুরোদমে। হরিপুর ইউনিয়নের ধুলাউরি মাঠে আজ বুধবার দুপুরে কাটা ধান ইঞ্জিনচালিত গাড়িতে তোলা হচ্ছে পরিবহনের জন্য। কৃষকেরা জানালেন, আবহাওয়া ভালো থাকায় ধান ঘরে তুলতে সুবিধা হচ্ছে এবার। ছবি: শুভাশীষ ভট্টাচার্য্য তুষার
চলতি মৌসুমে মাঠ থেকে কাটা বোরো ধান এখন কৃষকের ঘরে তোলার পালা। ধুলাউরি মাঠে ইঞ্জিনচালিত গাড়িতে সেই ধান তোলা হচ্ছে পরিবহনের জন্য। বুধবার দুপুরে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের এই মাঠে এমনই দৃশ্য দেখা যায়। ছবি: শুভাশীষ ভট্টাচার্য্য তুষার