সকাল হতেই বাইসাইকেলের রিং নিয়ে গ্রামের রাস্তায় খেলায় মেতে উঠেছে এক শিশু। গঙ্গাচড়া উপজেলার সিংগীমারি এলাকা, রংপুর, ২৩ আগস্ট। ছবি: আব্দুর রহিম পায়েল।
জমি থেকে পাট কেটে আনার পর একটি পুকুরে পাট জাগ দিচ্ছেন কয়েকজন কৃষক। কৃষকেরা জানিয়েছেন এলাকায় পাট চাষ বাড়লেও এবারের বর্ষায় পানি কম হওয়ায় পাট জাগ দেওয়া নিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাঁদের। ঘিওর সদরের একটি পুকুর, মানিকগঞ্জ, ২৩ আগস্ট। ছবি: আব্দুর রাজ্জাক
পোকা থেকে ধানের চারা রক্ষা করতে জমিতে কীটনাশক স্প্রে করছেন এক কৃষক। গোদাগাড়ী উপজেলার চব্বিশ নগর এলাকা, রাজশাহী, ২৩ আগস্ট ২০২৩। ছবি: মিলন শেখ।