বাড়ির আঙিনায় খড়, কুড়ো আর কাঠ দিয়ে জ্বালানো হয়েছে মাটির চুলা। বড় হাঁড়িতে চুলায় সিদ্ধ করা হচ্ছে ধান। পাশে বসে তা দেখভাল করছেন কৃষক নিজেই। পূর্বহরিপুর গ্রাম, রায়পুরা, নরসিংদী, ২৯ সেপ্টেম্বর। ছবি: হারুনূর রশিদ
চলছে আশ্বিন মাস। নদী, খাল-বিল ও জলাশয়ে কমেছে পানি। এ সময়ও জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে মাছ। কালীগঙ্গা নদীতে ভেসাল জাল দিয়ে মাছ শিকার করছেন জেলেরা। সিংজুরী ইউনিয়ন, ঘিওর, মানিকগঞ্জ, ২৯ সেপ্টেম্বর। ছবি: আব্দুর রাজ্জাক
বাগানে ফুটেছে লাল জবা ফুল। রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৩। ছবি: মিলন শেখ