উত্তরে শীত বাড়ায় বেশি বেকায়দায় পড়েছে কোমলমতি শিশুরা। তাই ফেরিওয়ালাদের কাছ থেকে কয়েকজন নারী শিশুদের গরম কাপড় কিনছেন। আমাশু, রংপুর, ২৭ ডিসেম্বর, ২০২২। ছবি: আব্দুর রহিম পায়েল
মেঘনা নদীতে নিষিদ্ধ বেহুন্দি, পাইজাল, খুঁটি ও বেড় জাল দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে। শুধু মাছ শিকার নয়, ধ্বংস করা হচ্ছে সব প্রজাতির মাছের রেণু। ফলে দিন দিন প্রাকৃতিকভাবে নদীতে মাছের উৎপাদন কমে যাচ্ছে। রামগতি, লক্ষ্মীপুর, ২৭ ডিসেম্বর, ২০২২। ছবি: মিশু সাহা নিক্কন
চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে চলছে মাসব্যাপী বিজয় মেলা। মেলায় এসে পছন্দের জিনিসপত্র কিনছেন দর্শনার্থীরা। চট্টগ্রাম নগর, চট্টগ্রাম, ২৭ ডিসেম্বর, ২০২২। ছবি: হেলাল সিকদার
প্রতিদিন এই নদীপথে শত শত যাত্রী ও মালবাহী নৌকা চলাচল করে। কিন্তু নদীর মাঝখানে মাছের ঘের থাকার কারণে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ২৭ ডিসেম্বর, ২০২২। ছবি: মো. মনসুর আলী
শীতের কুয়াশা কাটিয়ে মিলেছে রোদের দেখা। মৌচাক মোড়, ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২২। ছবি: সৈয়দা সাদিয়া শাহরীন
গাছের ডালে বসে আছে হলদেপেট ফুলঝুরি পাখি। অনেকে এটিকে বাবুনাই, চশমা পাখি, সিত নয়ন, শ্বেতার্ফী, সাদা চোখ নামেও চেনে। খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি, ২৭ ডিসেম্বর, ২০২২। ছবি: সমির মল্লিক