জলাবদ্ধতায় অচেনা রূপ ধারণ করেছে নিউমার্কেট। হাঁটু সমান পানিতে ভোগান্তির সীমা নেই।
বৃহস্পতিবারের টানা বৃষ্টিতে ডুবে গেছে নিউমার্কেট। রাত-সকাল পেরিয়ে দুপুর গড়ালেও নামেনি জমে থাকা পানি।
পরিবার নিয়ে বাইরে বেরিয়ে বিপদে পড়েছেন অনেকেই। রিকশার অর্ধেক ডুবে যাওয়ায় স্বাভাবিক গতিতে রিকশা চালাতে পারছেন না চালকেরা। একদিকে চালকের কষ্ট বেড়েছে আরেকদিকে গন্তব্যে পৌঁছাতেও লাগছে অতিরিক্ত সময়।
জলাবদ্ধতার কারণে দোকান খুলতে পারছেন না ব্যবসায়ীরা।
সকালের রোদে ভেজা মালামাল ছাদে শুকানো হচ্ছে।
পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর সুযোগ নেই। রিকশা পাওয়াও মুশকিল। তাই বাধ্য হয়ে এক ভ্যান গাড়িতে গাদাগাদি করে যাচ্ছেন কয়েকজন।
মালামাল ভিজে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।