পদ্মা নদীর চরজুড়ে ছড়িয়ে থাকা হাতিশুঁড়ের গাছে ফুটেছে নরম কুসুম। সেই কুসুমের রস আহরণে ব্যস্ত এক প্রজাপতি—নীরব, শান্ত এক মুহূর্ত। নগরের পাঁচালি মাঠ এলাকার পদ্মার চর থেকে ধারণ করা এই দৃশ্য যেন প্রকৃতির নির্মলতা ও জীবনের সংবেদনশীল ছন্দ তুলে ধরেছে। ছবি: মিলন শেখ