হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে ঘরমুখী মানুষের নিরাপত্তায় তৎপর সেনাবাহিনী

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

মানিকগঞ্জে ঘরমুখী মানুষের নিরাপত্তায় তৎপর সেনাবাহিনী। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের ঘরমুখী মানুষের নিরাপত্তা ও যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার মহাসড়কের শিবালয়ের উথুলী মোড়ে ও দুই ঘাটে মেজর রাফীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ ছাড়া পাটুরিয়া ও আরিচা ঘাটে লঞ্চ-স্পিডবোটে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পারাপার না করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এ বিষয়ে মেজর কাফী বলেন, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে আসা ঘরমুখী মানুষদের কাছ থেকে যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কি না সে বিষয়ে বাস থামিয়ে চালকদের জিজ্ঞেস করা হয়। যাত্রীদের ভাড়া নিয়ে অভিযোগ থাকলে উভয়ের কথা শুনে বাড়তি ভাড়া ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। অপর দিকে পাটুরিয়া ও আরিচা ঘাটে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে অতিরিক্ত ভাড়া এবং নৌযানে ধারণ ক্ষমতার বাইরে যাত্রী নেওয়া হচ্ছে কি না, তা তদারকি করা হচ্ছে।

এদিকে কয়েকজন যাত্রী জানান, এবার ঈদে অনেকটাই স্বস্তিতে বাড়ি ফিরছি। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সেনাবাহিনী সড়কে ও ঘাট এলাকায় তদারকি করায় সিন্ডিকেটরা অতিরিক্ত টাকা নিতে পারছে না।

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

গভীর রাতে পিকআপ নিয়ে মোহাম্মদপুরে সোনার দোকান লুট