হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে ট্রেনে আগুন: সম্ভাব্য দুটি কারণ পেয়েছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগুনে পুড়ে যাওয়া মহুয়া এক্সপ্রেস ট্রেনের বগি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে সাতখামাইর এলাকায় ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুনের ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার। এ ঘটনায় ট্রেনের অন্য কোনো বগির ক্ষতি না হলেও ট্রেনের পাওয়ার কারটি পুড়ে গেছে। ট্রেনে আগুন লাগার পেছনে সম্ভাব্য দুটি কারণ থাকতে পারে বলে মনে করেছেন রেলওয়ে মহাপরিচালক।

আজ শুক্রবার (৪ এপ্রিল) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে রাখা পুড়ে যাওয়া পাওয়ার কারটি পরিদর্শনে এসেছিলেন রেলওয়ে মহাপরিচালক। এ সময় তিনি এসব কথা বলেন।

কী কারণে আগুন লেগেছে জানতে চাইলে রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পাওয়ার কারে কী কারণে আগুন লেগেছে তা ধরা খুবই ডিফিকাল্ট। পাওয়ার কারটি যেভাবে পুড়ে গেছে, আসলে কোনোভাবেই তা ট্রেস করা যাচ্ছে না। এর দুটি সম্ভাব্য কারণ থাকতে পারে। তার মধ্যে একটি হচ্ছে জেনারেটর ওভারহিট হওয়া, অন্যটি হচ্ছে বাইরের কোনো মানুষ এসে সিগারেট খাওয়ার সময় আগুন ধরতে পারে। আমরা এখনো এটা নিশ্চিতভাবে বলতে পারছি না।’

এ সময় রেলওয়ের মহাপরিচালক বলেন, ‘আমি পাওয়ার কারটি ঘুরে দেখলাম। পাওয়ার কারের ভেতর থাকা দুটি জেনারেটরই পুড়ে গেছে। পাওয়ার কারের ভেতরে যেসব দাহ্য পদার্থ ছিল, সবগুলোই পুড়ে গেছে। শুধু লোহার ফ্রেমটুকু অবশিষ্ট আছে। আমাদের মনে হয়েছে এটি ঠিক করার সুযোগ আছে। এটাকে আমরা চট্টগ্রাম রেলওয়ে কারখানায় পাঠাব।’

এতে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা এটা নির্ধারণ করে জানাবেন।’

কমিটি গঠন

গতকাল বৃহস্পতিবার মহুয়া কমিউটার ট্রেনে আগুনের ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। কমিটির প্রধান করা হয়েছে ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে। এ ছাড়া আছেন বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বিভাগীয় ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এবং সিআরএমসি কর্মকর্তা।

গাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লেগেছিল গতকাল বৃহস্পতিবার। চলন্ত অবস্থায় ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান