সৌদি আরবে অনুষ্ঠেয় নবম ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এএফআইআই) নবম সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।
রিয়াদের রাষ্ট্রীয় এই সম্মেলন আগামী ২৭-৩০ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত হবে। এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ অর্থনৈতিক ও বিনিয়োগ সম্মেলন হিসেবে পরিচিত, যেখানে প্রতিবছর বিশ্বনেতা, শীর্ষ বিনিয়োগকারী ও করপোরেট প্রধানরা অংশ নেন। গত বছর সম্মেলনে ৮ হাজার ৫০০-এর বেশি অংশগ্রহণকারী ছিলেন, যার মধ্যে শীর্ষস্থানীয় বহু বৈশ্বিক সিইও এবং রাষ্ট্রপ্রধানও ছিলেন।
রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়া প্রধান উপদেষ্টার হাতে এই আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেন।
এটি এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সরকারপ্রধানকে এএফআইআই সম্মেলনে আমন্ত্রণ জানানো হলো, যা বাংলাদেশ-সৌদি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রধান উপদেষ্টা সৌদি যুবরাজকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং সম্মেলনে যোগদানের প্রত্যাশা প্রকাশ করেন।
এ সময় ড. ইউনূস বাংলাদেশ-সৌদি কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করায় ধন্যবাদ জানান। উভয় দেশের সুবিধাজনক সময় নির্ধারণ করে এ সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।