হোম > জাতীয়

ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করেছিলেন হাইকোর্ট। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু আপিল করলে গত ৮ ডিসেম্বর তা খারিজ করে দেন আপিল বিভাগ।

আপিল বিভাগের আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি ৬ জানুয়ারি প্রকাশিত হয়।

আপিল বিভাগের আদেশে বলা হয়, হাইকোর্টের রায় ও আদেশে কোনো আইনি দুর্বলতা এবং হস্তক্ষেপের কোনো প্রয়োজনীয়তা খুঁজে পাওয়া যায়নি। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ ওই আদেশ দেন।

গ্রামীণ টেলিকমিউনিকেশনসের চেয়ারম্যান থাকাকালে প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীর চাকরিচ্যুতির অভিযোগে ২০১৯ সালে মামলাগুলো করা হয়। পরে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন অধ্যাপক ইউনূস। ওই সময় প্রাথমিক শুনানির পর হাইকোর্ট রুল জারি করেন। গত বছরের ২৪ অক্টোবর রুল যথাযথ ঘোষণা করে রায় দেওয়া হয়।

আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। আর নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির