হোম > জাতীয়

সোমালিয়ার জলদস্যুদের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

১২ মার্চ সোমালি জলদস্যুদের কবলে পড়ে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। জিম্মি হওয়া ২৩ নাবিক ও জাহাজ মুক্ত করার জন্য সোমালিয়ার জলদস্যুদের সঙ্গে আলোচনাসহ নানামুখী তৎপরতা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, আলোচনা অনেক দূর এগিয়েছে। 

আজ বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

আলোচনা অনেক দূর এগিয়েছে উল্লেখ করলেও এসব বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান হাছান মাহমুদ। জিম্মি হওয়া জাহাজে কোনো খাদ্যসংকট হয়নি বলেও দাবি তাঁর। 

ভারত সীমান্ত বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ঘটনায় বিজিবি প্রতিবাদ জানিয়েছে। 

গুলিতে মৃত্যুর ঘটনা আগের চেয়ে কমেছে দাবি করে হাছান মাহমুদ বলেন, সরকার চায়, গুলিবর্ষণের মতো কোনো ঘটনাই যেন না ঘটে।

ইউনূস সেন্টারের দাবি অনুযায়ী ইউনেসকোর কাছ থেকে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের পুরস্কার পাওয়া প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ইউনূসের পক্ষ থেকে মিথ্যাচার করা হয়েছে। ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন। কিন্তু তিনি গাজায় এত মানুষ হত্যার প্রতিবাদ করেননি। উল্টো তিনি ইসরায়েলের একজন ব্যক্তির কাছ থেকে পুরস্কার নিচ্ছেন। 

এর আগে গত মঙ্গলবার (২৬ মার্চ) এমভি আবদুল্লাহর মালিকপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের মুখপাত্র মো. মিজানুল ইসলাম বলেন, ‘২০ মার্চ জলদস্যুদের সঙ্গে যোগাযোগ হওয়ার পর তাদের সঙ্গে আর কোনো আলাপ হয়নি। তবে নাবিকেরা যে তাঁদের পরিবারের সঙ্গে নিয়মিত বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছেন, তা আমরা তাঁদের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি।’ 

নাবিকেরা সুস্থ ও নিরাপদে আছেন উল্লেখ করে মেহেরুল করিম বলেন, ‘আমরাও প্রতিদিন নাবিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। আপাতত এটুকুই। বাড়তি আর কোনো খবর নেই, এখনো নেই।’ 

প্রসঙ্গত, ৫০ হাজার টন কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ১২ মার্চ সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন