হোম > জাতীয়

এবি পার্টির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দল শনিবার (৯ ডিসেম্বর) ঢাকায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছে। 

দলটির সদস্যরা রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, নির্বাচনের আইনি বিভিন্ন দিক ও প্রেক্ষাপট, তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গ, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ, জোটভিত্তিক রাজনীতি ও ভোটের বিভিন্ন দিক, আগামী ৭ জানুয়ারি ভোট অনুষ্ঠানের প্রস্তুতিসহ নানাদিক নিয়ে কথা বলেছেন বলে বৈঠক সূত্র জানায়। 

এবি পার্টির সঙ্গে বৈঠকটি হয়েছে ঢাকার একটি হোটেলে। দলের মহাসচিব মজিবুর রহমান মঞ্জু জানান, ইইউ দলটির রাজনীতির নানা দিক ও ৭ জানুয়ারির ভোট বর্জনের কারণ জানতে চান। দল থেকে বলা হয়েছে, সকল শর্ত পূরণ সত্ত্বেও ইসি সংগঠনটিকে নিবন্ধন দেয়নি। এমন অবস্থায় নিবন্ধনের জন্য হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। 

এবি পার্টি ইইউ কর্মকর্তাদের জানায়, একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য শুরু থেকেই নির্বাচন কমিশন ও সরকারের কোনো আগ্রহ ছিল না। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নেই। গত অক্টোবর থেকে এ পর্যন্ত গণতন্ত্রের জন্য আন্দোলনরত বিভিন্ন দলের প্রায় ২০ হাজার নেতা-কর্মীকে বেআইনিভাবে আটক করা হয়। ছয় শতাধিক বিরোধী নেতাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। পুলিশের ভূমিকার কারণে গণতান্ত্রিক স্থান ক্রমেই সংকুচিত হচ্ছে।

ক্ষমতাসীন দলের তৈরি করা ভুঁইফোড় কয়েকটি দল ও ডামি প্রার্থীকে নির্বাচনে এনে ভোটকে প্রহসনে পরিণত করেছে। 
৭ জানুয়ারির ভোটের পর পরিস্থিতির অবনতি হতে পারে বলে এবি পার্টি ইইউ কর্মকর্তাদের জানায়।

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

নির্বাচনী ব্যয় বেশি হলে ভোটে জিতে জনগণের কাছ থেকে আদায় করা হয়: দেবপ্রিয়

ব্যালট পেলেন পৌনে ২ লাখ প্রবাসী, সর্বোচ্চ নিবন্ধন সৌদি আরব থেকে

কে এই আতাউর রহমান বিক্রমপুরী