হোম > জাতীয়

খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে নারী আইনজীবীদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে অবিলম্বে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন বিএনপিপন্থি নারী আইনজীবীরা। তাঁরা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ পাঠানো না হলে এর পরিণাম শুভ হবে না।

আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে ‘নারী আইনজীবীবৃন্দ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় তাঁরা খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে নানা স্লোগান দেন। 

সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী ও পরিচালনা করেন অ্যাডভোকেট নাসরিন আক্তার। 

অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী বলেন, ‘উন্নত চিকিৎসা আমাদের সাংবিধানিক অধিকার। সেই সাংবিধানিক অধিকারকে সরকার ক্ষুণ্ণ করছে। চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে দেশনেত্রীকে বঞ্চিত করা হচ্ছে। বাংলাদেশের কোনো আদালত খালেদা জিয়ার জামিন দিতে পারেননি। এটা অত্যন্ত দুঃখের। বাংলাদেশের ১৮ কোটি মানুষ খালেদা জিয়ার মুক্তি চায়, চিকিৎসা চায়।’ 

ফাহিমা নাসরিন মুন্নী আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে আরও বলেন, ‘আপনার অসুস্থতার কথা স্মরণ করুন। আপনার নেত্রীকে সব সময় ভুল পথে পরিচালনা করবেন না। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার অভিজ্ঞতা স্মরণ করুন। নিজের বিবেককে প্রশ্ন করুন। খালেদা জিয়াকে নিয়ে যে হিংস্রতা-স্বার্থপরতা দেখাচ্ছেন, এর শেষ কিন্তু আছে। সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টর নিষ্ঠুর-নির্মমভাবে নিয়ন্ত্রণ করছে। এই নিয়ন্ত্রণের রোষানলে পড়ে দেশনেত্রী খালেদা জিয়া মৃত্যুর জাঁতাকলে পিষ্ট হচ্ছেন।’ 

সমাবেশে আরও বক্তব্য রাখেন সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, ড. আরিফা জেসমিন নাহিন, শামীমা সুলতানা দীপ্তি, মৌসুমি আক্তার, আফসানা শুভ্রা, টুম্পা রিফাত, জেসমিন আক্তার, মিনা বেগম মিনি, মেহবুবা জুঁই, আনজুম আরা মুন্নী, সৈয়দা লাইলি, নুর বাঁধন প্রমুখ। 

এসব নারী আইনজীবী সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ পাঠানো না হলে এর পরিণাম শুভ হবে না।

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’