নিজস্ব প্রতিবেদক
ঢাকা: চাকরির মেয়াদ শেষ হওয়ায় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুমকে চুক্তিতে আরও এক বছর একই পদে রেখে দিচ্ছে সরকার।
এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে আগামী ৯ জুন বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিতে খাদ্য সচিব নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২০১৯ সালের ১৯ ডিসেম্বর থেকে খাদ্য সচিবের দায়িত্বে আছেন নাজমানারা খানুম। বিসিএস অষ্টম ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর আগে নওগাঁর জেলা প্রশাসক এবং সিলেটের বিভাগীয় কমিশনারের দায়িত্বে ছিলেন।