হোম > জাতীয়

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে রাজধানীতে লিফলেট বিতরণ

আজকের পত্রিকা ডেস্ক­

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে রাজধানীতে লিফলেট বিতরণ। ছবি: আজকের পত্রিকা

১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়ে রাজধানীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর বাংলামোটরে সংগঠন দুটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়। কর্মসূচি বাংলামোটর থেকে শুরু হয়ে কারওয়ান বাজার এলাকা ঘুরে আবার বাংলামোটরে এসে শেষ হয়।

এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের জন্য স্বীকৃতি, আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসরদের বিচার, বর্তমান সংবিধান বাতিল এবং ১৯৭১ ও ২০২৪-এর চেতনাকে ধারণ করার জন্য নতুন সংবিধান দাবি করছি। তবে সরকারের পক্ষ থেকে এখনো জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখছি না। ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে।’

এ সময় আখতার নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচনও দাবি করেন।

এর আগে জাতীয় নাগরিক কমিটির নির্বাহী কমিটির সদস্য ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার জাতীয় নাগরিক কমিটির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ঢাকা ও ঢাকার বাইরেও গিয়েছেন। জুলাই ঘোষণাপত্রকে সামনে রেখে আমাদের কাজ চলমান রয়েছে।’

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ