নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশি ৮০ পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসি।
ইসি সূত্র জানায়, ৮০টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডাকছে কমিশন। মঙ্গলবার সকাল ও বিকেল দুই পর্বে সংলাপ অনুষ্ঠিত হবে।
নির্বাচন সামনে রেখে ইসি এরইমধ্যে সুশীল সমাজ, শিক্ষাবিদ, নির্বাচন বিশেষজ্ঞ, নারী নেতৃত্ব, রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে সংলাপ করেছে।