হোম > জাতীয়

সারা দেশে আরও ৫৯১ ‘ডেভিল’ গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে গতকাল মঙ্গলবার বিকেল থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫৯১ জনকে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, সহিংসতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা আছে।

আজ বুধবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. ইনামুল হক সাগর এ তথ্য জানান।

ইনামুল হক সাগর বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১ হাজার ৯৫ জনের বিরুদ্ধে মামলা ও পরোয়ানা ছিল। এ ছাড়া ৫৯১ জনকে বিভিন্ন অভিযোগে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ৮ জানুয়ারি মধ্যরাত থেকে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসারের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট শুরু করে। এই অভিযানে যাঁদের বিরুদ্ধে মামলা, পরোয়ানা রয়েছে, তাঁদের পাশাপাশি যাঁরা চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাঁদেরও গ্রেপ্তার করা হচ্ছে।

এদিকে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে এখন পর্যন্ত আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় আনসার ভিডিপির ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫ তম জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অভিযানে যত অস্ত্র উদ্ধার আশা করেছিলাম, সে পরিমাণ অস্ত্র উদ্ধার হয়নি। তবে আস্তে আস্তে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। যত দিন ডেভিল থাকবে, তত দিন ডেভিল হান্ট অপারেশন চলবে।’

গুলশানে ‘ফেলানী অ্যাভিনিউ’ উদ্বোধন করলেন উপদেষ্টা আদিলুর রহমান

নির্বাচনের আগে ফিরে আসতেই ভারতে পলাতকদের চোরাগোপ্তা হামলা— সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

ভোট দেশকে এগিয়ে নেওয়ার চাকা, এটি কাউকে চুরি করতে দেবেন না: প্রধান উপদেষ্টা

গণভোটে আপনারা হ্যাঁ/না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন: প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

ডেভিল হান্ট ২: এক দিনে গ্রেপ্তার আরও ৮২৩, অস্ত্র­-গুলি উদ্ধার

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

মিয়ানমারে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন করল বাংলাদেশ দূতাবাস

মনোমুগ্ধকর এয়ার শো দেখে উচ্ছ্বসিত হাজারো দর্শক

তেজগাঁও বিমানবন্দরে এয়ার শো দেখতে জনস্রোত