হোম > জাতীয়

জানুয়ারিতেই স্কুল শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজ টিকা সম্পন্ন করা সম্ভব: স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ থেকে শেষ হচ্ছে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের প্রথম ডোজ টিকা দেওয়ার সময়। ইতিমধ্যে এসব শিক্ষার্থীর দ্বিতীয় ডোজ টিকা দেওয়াও শুরু হয়েছে। জানুয়ারির মধ্যেই সিংহভাগ শিক্ষার্থীর দ্বিতীয় ডোজ টিকাও সম্পন্ন করা সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক। আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডি স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের টিকাদানকেন্দ্র পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

৩১ জানুয়ারির মধ্যে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজ টিকা সম্পন্ন করা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে শামসুল হক বলেন, ‘ইতিমধ্যে এসব শিক্ষার্থীর দ্বিতীয় ডোজ টিকা প্রদান শুরু হয়ে গেছে। যেসব শিক্ষার্থী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছে, তারা ৩১ জানুয়ারির মধ্যে দ্বিতীয় ডোজ টিকা পাবে। কিন্তু যারা আজকে, মানে ১৫ জানুয়ারি প্রথম ডোজ নিয়েছে, তাদের তো ৩১ জানুয়ারি দ্বিতীয় ডোজ টিকা দেওয়া সম্ভব না। এ ক্ষেত্রে তাদের জন্য অতিরিক্ত সময় লাগবে। আমাদের পর্যাপ্ত টিকা রয়েছে, তাই সময়মতো টিকা দেওয়া সম্ভব, এটা কোনো কঠিন ব্যাপার নয়।’

আজ পর্যন্ত স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের টিকাদানকেন্দ্রে ২ হাজার ৩০০-এর অধিক স্কুল ও কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে। শনিবার সকাল থেকেই এই কেন্দ্রে অভিভাবকের সঙ্গে এসে টিকা গ্রহণ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। তবে কেন্দ্র ও কেন্দ্রের বাইরে অনেক শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা গেছে ৷ থুতনি ও হাতে মাস্ক নিয়ে ঘোরাঘুরি করছিল অনেকেই।  

গুম ও হাওর-সংক্রান্ত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন

২২ কোটি টাকার অবৈধ সম্পদ: আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট

সব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পুলিশ মোতায়েন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির নির্দেশনা

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

‘জুলাই যোদ্ধা’ শনাক্তে এবার গোয়েন্দা তদন্ত

সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

ঢাকা-দিল্লি সম্পর্কে ফের উত্তাপ

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর