হোম > জাতীয়

ডিসেম্বে ঢাকা সফরে আসতে পারেন উজবেক প্রেসিডেন্ট

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের শেষে উজবেকিস্তানের প্রেসিডেন্টের ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে। এ সংক্রান্ত একটি আমন্ত্রণপত্র দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিইয়োইভয়ের কাছে হস্তান্তর করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে মধ্য ও দক্ষিণ এশিয়ার কানেকটিভিটি নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি সাইড লাইনে চীন, রাশিয়া, ভারত, তাজাখস্তান, যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন একে আবদুল মোমেন।

শনিবার (১৭ জুলাই) বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেওয়া বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র উজবেকিস্তানের রাষ্ট্রপতির হাতে তুলে দেন। এ সময় আগামী ডিসেম্বরে সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশের আমন্ত্রণে কৃতজ্ঞতা জানিয়ে উজবেক প্রেসিডেন্ট শিগগিরই বাংলাদেশ সফরে আসার চেষ্টা করবেন বলে জানান।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় উজবেকিস্তানের দূতাবাস খোলার বিষয়ে গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে ঢাকা-তাসখন্দ সরাসরি বিমান চলাচলের প্রস্তাব দেন। যাতে দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর হয়। সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি পরীক্ষা করে বিবেচনা করা হবে বলে একে আবদুল মোমেনকে জানিয়েছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট। আর ঢাকায় দূতাবাস খোলার বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেন তিনি।

বৈঠকের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উজবেকিস্তানের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার সহায়তা বাড়ানো ও সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। বাংলাদেশের তরুণদের কার্যক্রম নিয়েও প্রেসিডেন্টকে জানান একে আবদুল মোমেন।

সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

আমি লজ্জিত, নিজেকে মাটিতে পুঁতে দিতে ইচ্ছে করছে—ফেসবুকে প্রেস সচিব

সহিংসতার ধারাবাহিকতায় নাগরিক অধিকার ও নিরাপত্তা চরম ঝুঁকিতে: আসক

হাদির জানাজা আগামীকাল জোহর নামাজের পর মানিক মিয়া অ্যাভিনিউয়ে

হাদির মৃত্যুতে শোকাহত ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস

হাদির মৃত্যুতে ব্রিটিশ হাইকমিশনের শোক

হাদির শহীদি মৃত্যুকে কেন্দ্র করে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা জুলাইয়ের চেতনার পরিপন্থী: সংস্কৃতি উপদেষ্টা

গণমাধ্যমে হামলা ও ময়মনসিংহে নৃশংসতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না, সরকারের বিবৃতি

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

ভারতীয় পণ্য বয়কটের ডাক শাহবাগ থেকে