সাক্ষাৎকার

২৮ অক্টোবর বিএনপির কর্মসূচি শান্তিপূর্ণ হবে কি না, জানতে চেয়েছেন পিটার হাস

২৮ অক্টোবর বিএনপির কর্মসূচি শান্তিপূর্ণ হবে কি না, জানতে চেয়েছেন ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাতে এ বিষয়ে জানতে চেয়েছেন বলে জানিয়েছেন তিনি। 

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে পিটার হাস সাংবাদিকদের বলেন, ‘শান্তিপূর্ণভাবে যাতে শারদীয় দুর্গা উৎসব হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেই ব্যাপারে কথা হয়েছে। একইভাবে পূজার পর ২৮ তারিখে যে রাজনৈতিক কর্মসূচি হবে, সেটাও যাতে শান্তিপূর্ণ এবং সহিংসতামুক্ত হয়—সে ব্যাপারেও মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।’ 

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, একটি দেশের রাষ্ট্রদূত হয়ে তিনি ওই দেশের একটি রাজনৈতিক দলের কর্মসূচি বিষয়ে সরকারকে জিজ্ঞাসা করতে পারেন কি না, এটি কূটনৈতিক শিষ্টাচার-বহির্ভূত কি না?

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করে বলেন, ‘এ প্রশ্নটা আপনাদের কাছে রেখে দিলাম।’ 
 
মন্ত্রী আরও বলেন, ‘তাঁরা আমাদের কাছে জানতে এসেছিলেন। এ জন্য আমরা সেটি তাঁদের জানিয়ে দিয়েছি যে শান্তিপূর্ণ কর্মসূচি হবে।’ 

রাজনৈতিক কর্মসূচিতে ২৮ অক্টোবর লোকজনকে রাজধানীতে আসতে বাধা দেওয়া হবে কি না, জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো জনগণকে রাজধানীতে আসতে বাধা দেওয়া হবে না। তারা নির্বিঘ্নে চলাচল করতে পারবে।’ 

মন্ত্রী আরও বলেন, ‘রাজধানী ঢাকা এমনিতেই যানজটের শহর। সেখানে তীব্র যানজট হয়। সেখানে রাজনৈতিক কর্মসূচির কারণে বিপুলসংখ্যক জনগণের আগমন ঘটলে আরও দুর্ভোগ বেড়ে যাবে।’

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা, নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

সিইসি ও চার নির্বাচন কমিশনারের বিশেষ নিরাপত্তা চেয়ে ডিএমপিকে ইসির চিঠি

হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানালেন রোকেয়া পদকজয়ীরা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

মানবাধিকার কমিশন অধ্যাদেশ আমলাতন্ত্রের হাতে জিম্মি: টিআইবি

মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের যা যা মানতে হবে