হোম > জাতীয়

বিএনপি নেতা আমানকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি থেকে আটক বিএনপি নেতা আমান উল্লাহ আমানকে দেখতে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল হাসপাতালে গেছেন। প্রাধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এই তথ্য নিশ্চিত করেছেন।

এম এম ইমরুল কায়েস জানান, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে বিএনপি নেতা আমান উল্লাহ আমানকে দেখতে যান।

দুপুর আড়াইটার দিকে আমান উল্লাহ আমানের শারীরিক চিকিৎসার খোঁজ শেষে গাজী হাফিজুর রহমান লিকু সাংবাদিকদের বলেন, আমান উল্লাহ আমান চাইলে যে কোনো জায়গায় উন্নত চিকিৎসা নিতে পারেন। তবে তাঁর শারীরিক অবস্থা ভালো বলেছেন চিকিৎসকেরা।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মানবতার মা, রাজনীতির বাইরেও অনেক সম্পর্ক তিনি চর্চা করেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা তাঁকে দেখতে এসেছি।’

এর আগে আজ দুপুরে বিএনপির কর্মসূচি চলাকালীন পৌনে ১২টার দিকে গাবতলী সড়কে আমান উল্লাহ অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাঁকে একটি ভ্যানে করে নিয়ে যায়। এ সময় সেখান থেকে বিএনপির সাত নেতা-কর্মীকেও আটক করা হয়। ডিএমপির মিরপুরের এডিসি নাজমুল ফিরোজ জানান, আমান উল্লাহ আমানকে হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শনিবার ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। গতকাল শুক্রবার নয়াপল্টনে মহাসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

জাতীয় সংসদ নির্বাচন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থীরা

সাম্য-ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক দেশ গড়ার শপথ

বিজয় দিবসে উদীচীসহ তিন সংগঠনের পতাকা মিছিল ও মুক্তির গান

বিজয়ের দিনে বর্ণিল সাজে লাল–সবুজের দেশ

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

গুলশানে ‘ফেলানী অ্যাভিনিউ’ উদ্বোধন করলেন উপদেষ্টা আদিলুর রহমান

নির্বাচনের আগে ফিরে আসতেই পলাতকদের চোরাগোপ্তা হামলা— সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

ভোট দেশকে এগিয়ে নেওয়ার চাকা, এটি কাউকে চুরি করতে দেবেন না: প্রধান উপদেষ্টা

গণভোটে আপনারা হ্যাঁ/না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন: প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা