হোম > জাতীয়

হজ ও ওমরাহ আইন দ্রুত সংস্কার চায় হাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

হজ ও ওমরাহ আইন সংস্কারের দাবি জানিয়েছে হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আশকোনায় এক সংবাদ সম্মেলনে হাবের নেতারা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।

হাব নেতারা বলেন, সৌদি সরকারের নতুন নতুন সিদ্ধান্তের কারণে দেশের বিদ্যমান হজ ও ওমরাহ আইন সংস্কার করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। হজ কার্যক্রম শেষ হওয়ার পরপর বিষয়টি নিয়ে জরুরি উদ্যোগ নিতে ধর্ম মন্ত্রণালয়কে তাঁরা অনুরোধ করবেন।

হাব আরও জানায়, ৩১ মে হজ ফ্লাইট শেষ হবে। ইতিমধ্যে ৮৬ হাজার ৯৩৪ জন ভিসা পেয়েছেন। মঙ্গলবার পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৬৭ হাজার ৪৫৩ জন। অবশিষ্ট ১৯ হাজার ৪৮১ জন নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

হাব আরও জানায়, অতীতের যেকোনো সময়ের চেয়ে চলতি বছর হজযাত্রী পাঠানো অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। সৌদি সরকার এজেন্সিপ্রতি সর্বনিম্ন ১ হাজার কোটা বাধ্যতামূলক করে। বাংলাদেশের প্রায় ১ হাজার ২০০ হজ লাইসেন্সের মধ্যে মাত্র ৭০টি লিড এজেন্সির সঙ্গে সমন্বয় করা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। নিবন্ধনের পর ১৫ বছরের নিচের হজযাত্রীদের ওপর সৌদি সরকার নিষেধাজ্ঞা আরোপ করে। এটিও একটি চ্যালেঞ্জ ছিল। তারপর দ্রুততম সময়ে মোয়াল্লেম চুক্তি, বাড়ি ভাড়া, ট্রান্সপোর্ট চুক্তি, তাঁবু নির্বাচন করতে হয়েছে। এমনকি ফ্লাইট শিডিউল ও ফ্লাইটের সিট বরাদ্দ পাওয়ার আগেই বাড়ি ভাড়া করতে হয়েছে। সৌদি সরকার মক্কায় ও মদিনায় বাড়ি বা হোটেল পুরোপুরি অনুমোদন দেওয়ার আগেই বাড়ি ভাড়া চুক্তি সম্পন্ন করতে বাধ্য করা হয়।

হাব নেতারা চলতি বছর ব্যাপক চ্যালেঞ্জ থাকার পরও একটি সুন্দর হজ ব্যবস্থাপনার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানান। তাঁরা বলেন, ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের তাৎক্ষণিক সিদ্ধান্তের কারণে এ বছর হজ পালন শতভাগ সাফল্যের দিকে এগিয়ে গেছে।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, ভুলত্রুটি তুলে ধরে তা সংশোধনের পরামর্শ দেওয়া এবং সব হজযাত্রীকে সচেতন করতে অসাধারণ ভূমিকা রাখায় দেশের গণমাধ্যমগুলোকেও ধন্যবাদ জানানো হয় হাবের পক্ষ থেকে।

ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার, বাড়বে সুযোগ-সুবিধা

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার