করোনাভাইরাস মহামারির মধ্যে ভারতে গিয়ে অনেক বাংলাদেশি নাগরিক আটকে পড়েছেন। তাঁরা স্থলবন্দর দিয়ে সপ্তাহে তিন দিন দেশে ফিরতে পারবেন। আগামী ১৪ জুলাই পর্যন্ত রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ভারত থেকে দেশে ফেরা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
করোনা বিষয়ক বুলেটিনে রোববার অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশের বহু সংখ্যক নাগরিক চিকিৎসা অথবা অন্যান্য কারণে ভারতসহ বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন।
কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের বরাত দিয়ে নাজমুল জানান, ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকেরা বেনাপোল, আখাউড়া, হিলি, সোনামসজিদ, দর্শনা ও বুড়িমারী অনুমোদিত স্থলবন্দর দিয়ে আগামী ১৪ জুলাই পর্যন্ত সপ্তাহে তিন দিন বাংলাদেশে প্রবেশ করতে পারবেন।
তিনি বলেন, বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দর ও রেলস্টেশন দিয়ে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৯৯৭ জন বাংলাদেশে প্রবেশ করেছেন। তাঁদের প্রত্যেককেই আমরা স্ক্রিনিং করেছি। গত বছর থেকে এ পর্যন্ত ৬৭ হাজার ৬৮৭ জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছেন।