হোম > জাতীয়

র‍্যাব নিয়ে ডয়চে ভেলের প্রতিবেদন: অভিযোগ খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে ও নেত্র নিউজের একটি ভিডিও তথ্যচিত্রে বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নিয়ে তোলা অভিযোগ খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল ওয়াশিংটনে গত বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান। যুক্তরাষ্ট্র সরকার ‘অত্যন্ত সাবধানতার’ সঙ্গে এসব অভিযোগ খতিয়ে দেখবে বলে উল্লেখ করেন তিনি। 

বেদান্তকে প্রশ্ন করা হয়েছিল, অনুসন্ধানের ভিত্তিতে তৈরি করা ওই তথ্যচিত্র অনুযায়ী র‍্যাব দ্বারা বিচারবহির্ভূত হত্যার অনুমোদনের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের ওপর মহল জড়িত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে কি না? 

জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘আমরা এই ভিডিওতে থাকা অভিযোগ অত্যন্ত সাবধানতার সঙ্গে খতিয়ে দেখব।’ 

বাংলাদেশ সরকারও অভিযোগগুলো তদন্ত করবে, এমন আশাবাদ ব্যক্ত করে বেদান্ত প্যাটেল বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনকারীদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’ 

র‍্যাবের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যায় জড়ানোর অভিযোগ তুলে ধরা হয়েছে তথ্যচিত্রটিতে। এতে দাবি করা হয়, এই বাহিনীতে কাজ করা দুই সাবেক কমান্ডার বাহিনীটির ভেতরের কর্মকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন।

মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র ২০২১ সালের ১০ ডিসেম্বর র‍্যাব এবং বাহিনীতে ওই সময় কর্মরত ও সাবেক ছয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল