হোম > জাতীয়

টিকা না নিয়ে কর্মস্থলে আসা যাবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টিকা নেওয়া ছাড়া কেউ কর্মস্থলে যেতে পারবেন না। আর কেউ টিকা নিয়েছেন কি না, তা যাচাই করার ব্যবস্থা রয়েছে। এ তথ্য সরকারি ডেটাবেসে থাকবে। খুব সহজেই যাচাই করা যাবে। 

দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার সচিবালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন বৈঠকের সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী এক সপ্তাহের মধ্যে এক কোটির বেশি লোককে টিকার আওতায় আনবে। অত্যন্ত ভালো খবর হচ্ছে, প্রতি গ্রাম, ইউনিয়ন, সিটি করপোরেশন, পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে কেন্দ্র করে টিকা দেওয়া হবে। সারা দেশে সপ্তাহব্যাপী ১৪ হাজার কেন্দ্রে একযোগে টিকা দেওয়া হবে। এতে অগ্রাধিবার পাবেন বয়স্ক লোকেরা। কারণ আমরা দেখেছি, বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন। 

এ সময় দোকানদার, কর্মচারী, পরিবহন শ্রমিকদের নিজ নিজ ওয়ার্ড থেকে টিকা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, `টিকা না নিয়ে কেউ কর্মস্থলে আসতে পারবেন না। আমরা চিন্তা করেছি, আগামী ১১ তারিখ থেকে সবকিছু খোলা হবে। কিন্তু টিকা ছাড়া কেউ কর্মস্থলে আসতে পারবেন না।' 

মানুষ টিকা নিয়ে যাতে দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে পারে, সে জন্য টিকা পাওয়া নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১০ তারিখের মধ্যে এটি নিশ্চিত করা হবে। যাতে ১১ তারিখ থেকে ব্যবসাপ্রতিষ্ঠান ও গণপরিবহন চালু করা যায়। 

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা