হোম > জাতীয়

কেউ তদন্ত প্রভাবিত করতে চাইলে তার নাম প্রকাশ করা হবে: দুদক চেয়ারম্যান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মোহাম্মদ আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত

দুর্নীতির তদন্ত বা অনুসন্ধান বাধাগ্রস্ত করতে ভবিষ্যতে কেউ চাপ প্রয়োগ করলে তাদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

আজ মঙ্গলাবার (২৫ নভেম্বর) দুদকের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতির তদন্ত বা অনুসন্ধান বাধাগ্রস্ত করতে কেউ দুদককে প্রভাবিত করার চেষ্টা করলে বা চাপ দিতে চাইলে, যারা দুদককে চাপ দেবে আমরা তাদের নাম প্রকাশ করব।’

এ সময় দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ ও সচিব মোহাম্মদ খালেদ রহীম এ সময় উপস্থিত ছিলেন।

দুদক এখনো নখদন্তহীন বাঘ কি না, এমন এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘দাঁত যতটা তীক্ষ্ণ হবার দরকার ছিল, ততটা তীক্ষ্ণ এখনো হয়নি। নখও পুরোপুরি গজায়নি। মাঝামাঝি একটা পর্যায়ে আছে। আমরা সেই জায়গাটি উন্নতি করার চেষ্টা করছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা যাচাই-বাছাইয়ে দুদক কোনো কমিটি করবে কি না এমন প্রশ্নে মোমেন বলেন, ‘নির্বাচনের সময় খুব সংক্ষিপ্ত, হলফনামা যাচাই-বাছাই বেশ সময়সাপেক্ষ। তবে গণমাধ্যমকর্মীরা যদি সহায়তা করে বা আমাদের কাছে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে, তবে সেটি আমরা যাচাই-বাছাই করব।’

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের ‘অতিরঞ্জিত’ মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

মনোনয়নপত্রে সন্তানের আয়ের তথ্য দেওয়া ঐচ্ছিক—বিএনপির সঙ্গে বৈঠকের পর ইসির চিঠি

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদির খুনিদের আশ্রয় দেওয়া দুই ভারতীয়কে আটক করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি

হাদি হত্যাকাণ্ড: ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন—জানাল ডিএমপি

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান