হোম > জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইন অত্যন্ত প্রয়োজন, বাতিলের সুযোগ নেই: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাইবার অপরাধ দমনে ডিজিটাল নিরাপত্তা আইন অত্যন্ত প্রয়োজন। তাই এ আইন কোনো মতেই বাতিল করা যায় না। আজ রোববার বিকেলে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। 

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার ক্রাইম প্রতিরোধ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা আইন। এই আইনকে কোনো মতেই বাতিল করা যায় না। 

আইনের অপব্যবহার প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, সে বিষয়টা দেখা হচ্ছে। 

এদিকে আজ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রথম আলোর সম্পাদকের জামিন ও তাঁদের একজন সাংবাদিক জেলে থাকার বিষয়ে আইজিপির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা—এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমি সাব-জুডিস ম্যাটারে (বিচারাধীন বিষয়) কোনো কারও সঙ্গে আলোচনা করি না। এটা আদালতের ব্যাপার, আদালত যে পদক্ষেপ নিবে সেটাই আমাদের মানতে হবে।’ 

আইজিপির সঙ্গে কী আলোচনা হয়েছে? এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আইজিপির সঙ্গে প্রতিনিয়ত মামলা-মোকদ্দমা নিয়ে আলোচনা হয়। মামলাগুলো যাতে আদালতে দ্রুত নিষ্পত্তি হয়, সেসব জটিলতা থাকে তা নিয়ে আলাপ-আলোচনা হয়। 

আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আইজিপি। ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর সম্পাদক গ্রেপ্তারের কোনো নির্দেশনা রয়েছে কিনা—এ বিষয়ে প্রশ্ন করা হলে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ওয়েট অ্যান্ড সি।’ 

আইজিপি বলেন, মামলা সংক্রান্ত বিষয়ে এবং দাপ্তরিক কিছু বিষয় নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। 

প্রসঙ্গত, গত ২৯ মার্চ মধ্যরাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন আইনজীবী আবদুল মালেক। মামলায় প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। এর পরদিন সম্পাদক মতিউর রহমানের নামে একই আইনে মামলা করা হয়।

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ

৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের ‘অতিরঞ্জিত’ মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

মনোনয়নপত্রে সন্তানের আয়ের তথ্য দেওয়া ঐচ্ছিক—বিএনপির সঙ্গে বৈঠকের পর ইসির চিঠি

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদির খুনিদের আশ্রয় দেওয়া দুই ভারতীয়কে আটক করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি

হাদি হত্যাকাণ্ড: ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন—জানাল ডিএমপি

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী