জাতীয় যুব দিবস উপলক্ষে ১ থেকে ১৫ নভেম্বর প্রতিটি জেলায় একটি করে খাল বা জলাশয় পরিষ্কার করবে যুব উন্নয়ন অধিদপ্তর। আজ রোববার যুব উন্নয়ন অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যবস্থাপনায় এক নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে ১ থেকে ১৫ নভেম্বর প্রতিটি জেলায় একটি করে খাল/ জলাশয় পরিষ্কার/ পরিচ্ছন্ন করা হবে।
এর মধ্যে ঢাকা জেলার রামপুরা ব্রিজ থেকে বালু নদী পর্যন্ত ৬ কিলোমিটার খালের কচুরিপনা, ময়লা, আবর্জনা, পলিথিন ইত্যাদি পরিষ্কার করা হবে। এই কর্মসূচিতে বিভিন্ন যুব সংগঠন, প্রশিক্ষণার্থী, স্বেচ্ছাসেবী, ছাত্র-জনতা, স্থানীয় সরকার প্রশাসন- অধিবাসী, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মীরা অংশগ্রহণ করবেন।