হোম > জাতীয়

তরুণীর গলাকাটা লাশ উদ্ধার, মহিলা পরিষদের উদ্বেগ

আজকের পত্রিকা ডেস্ক­

সাভারের একটি জঙ্গল থেকে মাথাবিহীন ও দুই হাতের কবজি কাটা অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি মনে করে, নারী ও কন্যার প্রতি সহিংসতার ঘটনার নৃশংস ও বর্বরতার ধরন দিন দিন ভয়াবহভাবে বেড়ে চলেছে।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সব কথা জানায় তারা।

সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গতকাল সোমবার রাতে স্থানীয়রা একটি মস্তকবিহীন মরদেহ দেখতে পেলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পরে আশপাশে খোঁজাখুঁজির পর প্রায় ১৫০ গজ দূরে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কাটা মাথা ও দুই হাতের কবজি কাটা অবস্থায় উদ্ধার করে। নিহত তরুণীর গায়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বর্তমানে নারীর প্রতি সহিংসতার ঘটনার নৃশংস ও বর্বরতার ধরন দিন দিন ভয়াবহভাবে বেড়েই চলেছে। তরুণী এবং নারী ও কন্যাশিশুরা ঘরে-বাইরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। এ ধরনের সহিংসতার ঘটনা নারীদের সামাজিক নিরাপত্তা পরিস্থিতিকে নাজুক করে তুলছে।

বাংলাদেশ মহিলা পরিষদ এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে দ্রুত বিচার নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। সেই সঙ্গে নারী ও কন্যাশিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সহিংসতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে যুক্ত করে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

হাদির খুনিদের আশ্রয় দেওয়া দুই ভারতীয়কে আটক করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি

হাদি হত্যাকাণ্ড: ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন—জানাল ডিএমপি

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে