বিয়ে ও তালাকের সব তথ্য ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এ রায় দেন।
বিয়ে ও তালাকের রেজিস্ট্রেশন ডিজিটাল করতে পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমা সুলতানার পূর্বের স্বামী রাকিব হাসানসহ তিন ব্যক্তি ও একটি সংগঠন রিটটি করেন। ওই রিটের শুনানি শেষে রুল জারি করেন হাইকোর্ট।
রুল শুনানি শেষে আজ এ রায় দেওয়া হয়। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইশরাত হাসান। রায়ের পর তিনি বলেন, বিয়ে ও তালাকের সব তথ্য ডিজিটাল পদ্ধতিতে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যাতে প্রতিটি তথ্য সরকারি ব্যবস্থাপনায় সুরক্ষিত থাকে, ডেটাবেইস সম্পূর্ণ কার্যকর ও ব্যবহারযোগ্য হয়।
ইশরাত হাসান আরও বলেন, বিয়ে ও তালাকের রেজিস্ট্রেশন ডিজিটাল না হওয়ায় প্রতারণার ঘটনা ঘটছে। অনেক সময় স্বামী বা স্ত্রী বিয়ের তথ্য গোপন করে আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হন। অনেক সময় সন্তানের পিতৃপরিচয় নিয়ে অনিশ্চয়তা ও জটিলতা দেখা যায়।