ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার এই সংখ্যা ছিল ৩০ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৯১৩ জন। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৩২২ জন। গতকাল ছিল ১ হাজার ৯৭০ জন।
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ১৫ হাজার ২৮২ জনে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬২ জন কোভিড রোগী। এ নিয়ে এখন পর্যন্ত ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন কোভিড রোগী সেরে উঠেছেন।
আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৫১০টি সক্রিয় ল্যাবে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ১৬৫টি নমুনা। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ১২ শতাংশ। আর সামগ্রিক শনাক্ত হার ১৩ দশমিক ৪০ শতাংশ। আর গতকাল শনাক্তের হার ছিল ১১ দশমিক ৪৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃতদের মধ্যে ২৬ জনের বয়সই ৬০ বছরের বেশি। এছাড়া ৫১–৬০ বছর বয়সী মারা গেছেন ১০ জন, ৪১–৫০ বছর বয়সী ৩ জন, ৩১–৪০ জনের বয়স ৪ জন এবং ১১–২০ বছর বয়সী একজন কোভিড রোগী মারা গেছেন।
সবচেয়ে বেশি রোগী মারা গেছেন ঢাকা ও রাজশাহী বিভাগে, ১১ জন করে। এছাড়া চট্টগ্রামে ৭ জন, খুলনায় ৬ জন, রংপুরে ৫ জন এবং সিলেট ও ময়মনসিংহে দুই জন করে মারা গেছেন। তাঁদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৩৭ জন। বেসরকারি হাসপাতালে ৩ জন এবং বাড়িতে মারা গেছেন ৪ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। মৃত্যুপুরীতে পরিণত হয় বিশ্বের অধিকাংশ এলাকা। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।