কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
পেশাদার কূটনীতিক নাহিদা সোবহানকে কানাডায় হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫ তম ব্যাচের এই কর্মকর্তা বর্তমানে জর্ডানে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত আছেন। তিনি একই সঙ্গে সিরিয়া ও প্যালেস্টাইনে অনাবাসিক রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
নাহিদা সোবহান এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ ও বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়ক অনুবিভাগের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনীতিক দায়িত্ব পালন করেন।