হোম > জাতীয়

দেশের কোথাও সন্ত্রাসীদের জায়গা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের পুলিশ ব্যবস্থায় অনেক পরিবর্তন হয়েছে। ১২ বছর আগে যে অবস্থায় ছিল, এখন তা নেই। বর্তমানে পুলিশ অনেক দক্ষ, শক্তিশালী এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। তাই দেশের কোথাও চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জায়গা হবে না। 

আজ শনিবার রাজধানীর আফতাবনগরে মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন স্বরাষ্টমন্ত্রী। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তথ্য ও প্রযুক্তি বিভাগের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশানের উপপুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন আফতাবনগর জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি মো. আলমগীর হোসেন ঢালী। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ মুজিবের নেতৃত্বে কীভাবে আমরা স্বাধীনতা পেয়েছি, তা বিশ্বের মানুষ জানে। তিনি সাড়ে তিন বছরেই দেশকে শূন্যের ঝুড়ি থেকে দাঁড় করানোর চেষ্টা করেন।’ 

বিজয়ের ৫০ বছর দেখে যাওয়া মুক্তিযোদ্ধাদের বড় অর্জন উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, একটি স্বাধীন দেশ এক দিনে আসেনি, ধাপে ধাপে অনেক ত্যাগের মধ্য দিয়ে এসেছে। এর নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার তুলনা শুধু তাঁকে (বঙ্গবন্ধু) দিয়েই হয়। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি। অনেকের রায় কার্যকর হয়েছে। এখনো যারা পালিয়ে আছে, তাদের খুঁজে বের করা হবে।’

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির