হোম > জাতীয়

বিসিএসসহ সাত নিয়োগ পরীক্ষা স্থগিত, বিপাকে চাকরীপ্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিয়োগ পরীক্ষা ঝড়ের পর আবারও আসতে চলেছে পরীক্ষা খড়া। স্থগিত হচ্ছে একের পর এক চাকরির পরীক্ষা। মঙ্গল ও বুধবার এই দুদিনে ৪০ তম বিসিএসের মৌখিক পরীক্ষাসহ অন্তত সাতটি পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি এসেছে। বিজ্ঞপ্তিগুলোতে অনিবার্য কারণে পরীক্ষা স্থগিতের কথা বলা হলেও সংশ্লিষ্টরা বলছেন করোনার কারণেই পেছাচ্ছে পরীক্ষার তারিখ।  

বুধবার বিকেলে ৩০ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিতের কথা বলা হয়েছে। তবে পিএসসি চেয়ারম্যান আজকের পত্রিকাকে জানিয়েছেন করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার করণেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। পিএসসির একাধিক কর্মকর্তা করোনার লক্ষণ নিয়ে অসুস্থ বলেও জানা গেছে।  

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচটি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের এমসিকিউ পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় দশম গ্রেডের ১ হাজার ৪৩৯টি পদের এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বুধবার বাংলাদেশ ব্যাংক অনিবার্য কারণে পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি প্রকাশ করে। 

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘সরকার করোনা সংক্রমণ প্রতিরোধে প্রজ্ঞাপন জারি করেছে। আমাদের এ পরীক্ষায় লক্ষাধিক প্রার্থী অংশ নেবে। এমন অবস্থায় স্বল্প সময়ের মধ্যে সামাজিক দূরত্ব মেনে পরীক্ষার আয়োজন করাটা সম্ভব নয়। তাই পরীক্ষা স্থগিত হয়েছে।’ 

এছাড়াও মৎস্য অধিদপ্তর, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিয়োগ পরীক্ষাও স্থগিতের বিজ্ঞপ্তি এসেছে। 

কবে নাগাদ এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটাও নিশ্চিতভাবে বলতে পারছেন না কেউ। এতে চাকরিপ্রার্থীরা নতুন করে অনিশ্চয়তার মধ্যে পড়ছেন। 

এসএমইএফে আবেদনকারী তানজির আহমেদ বলেন, ‘গত প্রায় চার মাস ধরে আমরা পরীক্ষা ঝড় দেখেছি ৷ প্রায় প্রতি সপ্তাহে এক ডজন বা তারও বেশি পরীক্ষা হয়েছে। টাকা দিয়ে আবেদন করেও আমরা পরীক্ষা মিস করেছি। আর এখন বোধ হয় আবারও আমরা স্থবিরতার মধ্যে পড়তে যাচ্ছি।’  

বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল