হোম > জাতীয়

এবার যুক্তরাজ্য, সৌদি ও ইতালিতে এনআইডি সেবা শুরু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুবাইয়ের পর প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে যুক্তরাজ্য, সৌদি আরব ও ইতালিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। অক্টোবরের মাঝামাঝি এই তিন দেশের নাগরিকদের এনআইডি সেবা দেওয়ার কার্যক্রম শুরু করতে চায় ইসি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু সামনে নির্বাচন আছে। তাই অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে যুক্তরাজ্য, সৌদি ও ইতালিতে এই সেবা চালু করার সিদ্ধান্ত হয়েছে।’ 

ইসি জানায়, অক্টোবরের প্রথম সপ্তাহে দেশ তিনটিতে ইসি ছয়টি টিম পাঠাবে। এ ক্ষেত্রে সৌদি আরবের জেদ্দা ও রিয়াদে, ইতালির মিলান ও রোমে এবং যুক্তরাজ্যে টিমগুলো পাঠানো হবে। প্রতিটি টিমে মোট ৩৬ জন কর্মকর্তা থাকবেন। এ কর্মকর্তারা সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দিয়ে আসবেন। দূতাবাসের কর্মকর্তারা প্রয়োজনীয় প্রশিক্ষণের পর আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট ব্যক্তির উপজেলা নির্বাচন কার্যালয়ে পাঠাবেন। সেখান থেকে তদন্ত প্রতিবেদন ইতিবাচক হলে সংশ্লিষ্ট দেশেই এনআইডি পৌঁছে দেওয়া হবে।

বিদেশ থেকে আসা এনআইডির তদন্ত দ্রুত শেষ করতে এবং কোনো আবেদন হুট করে বাতিল না করতে নির্দেশনা দিয়েছে কমিশন। মাঠপর্যায়ে দেওয়া নির্দেশনায়, কোনো আবেদনে তথ্যের ঘাটতি থাকলে আবেদন বাতিল না করে, ঘাটতি থাকা তথ্য দিতে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সুযোগ দিতে বলা হয়েছে। 

গত মে মাসে সংযুক্ত আরব আমিরাতে বিদেশে প্রথম এনআইডি কার্যক্রম শুরু করে ইসি। এ পর্যন্ত এনআইডি পাওয়ার জন্য ইতিমধ্যে দেশটি থেকে সাত হাজারের মতো আবেদন জমা পড়েছে। অনেকে এরই মধ্যে এনআইডিও পেয়েছেন।

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব