নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটি সব ধরনের নিয়মকানুন অনুসরণ করেই গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘সার্চ কমিটিতে দুজন বাদে সবাই সাংবিধানিক পদের অধিকারী। সেখানে দুজন সিভিল সোসাইটির প্রতিনিধিও নেওয়া হয়েছে।’
সার্চ কমিটি নিয়ে কোনো বিরূপ মন্তব্যের সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যারা সাংবিধানিক পদে আছেন রাষ্ট্রপতি চাইলে তাঁদের বাদও দিতে পারবেন না। তাঁদের বাদ দিতে হলে অনেক প্রসিডিউর রয়েছে।