হোম > জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে জাপা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‌নির্বাচন ক‌মিশন (ইসি) গঠ‌ন নি‌য়ে রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মি‌দের সঙ্গে সংলা‌পে ব‌সে‌ছে জাতীয় পা‌র্টির প্রতি‌নি‌ধিদল। 

আজ সোমবার বি‌কে‌লে বঙ্গবভ‌নে দল‌টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কা‌দেরের নেতৃত্বে আট সদ‌স্যের এক‌টি প্র‌তি‌নি‌ধিদল রাষ্ট্রপ‌তির স‌ঙ্গে আলোচনায় ব‌সে। 

সংলা‌পে অংশ নেওয়া অন্য সদস্যরা হ‌লেন জাপার  সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ,  মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, কো-চেয়ারম্যান সালমা ইসলাম ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

আইন না থাকায় বর্তমান ইসি গঠনের পথেই হাঁটছে সরকার। নতুন ইসি গঠনে সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আজ সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংলাপে বসেছেন। পর্যায়ক্রমে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন রাষ্ট্রপতি। যদিও রাষ্ট্রপতির এই সংলাপকে নিয়মরক্ষার সংলাপ বলে মনে করছেন কেউ কেউ।

কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হবে। এই কমিশন গঠনের আগে ২০১৬ সালে ৩১টি দলের সঙ্গে সংলাপ করেছিলেন রাষ্ট্রপতি। এক মাস সংলাপ শেষে সার্চ কমিটি করে ইসি গঠন করে দিয়েছিলেন রাষ্ট্রপতি। প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সার্চ কমিটি গঠনের মাধ্যমে ইসি নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন। বর্তমান ইসি গঠনে আবদুল হামিদও সেই প্রক্রিয়া অনুসরণ করেন।

কে এই আতাউর রহমান বিক্রমপুরী

নির্বাচন ও গণভোটের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হলেন আলী রীয়াজ

বিদ্যুৎ খাতে ৯৬ শতাংশ বিনিয়োগই জীবাশ্ম জ্বালানিতে: টিআইবি

রামপুরায় ২৮ জন হত্যা: সাবেক দুই বিজিবি কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

পাঁচ সদস্যের কমিশন, চার বছর মেয়াদ রেখে দুদকের অধ্যাদেশ জারি

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশ-ভারত সম্পর্ক: উত্তেজনা বাড়ছে দ্রুত

এই মব আক্রমণগুলো হাওয়া থেকে ঘটেনি—জাতিসংঘ বিশেষজ্ঞের ক্ষোভ

ঢাকা বিভাগের নির্বাচন ও গণভোটের গান রিলিজ করল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়